শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

মুশফিকের ফিফটিতে বাংলাদেশ ২৪৬

সিসিএন অনলাইন ডেস্ক:

আয়ারল্যান্ডের বোলাররা শুরু থেকেই ভয় ধরালেন। বাংলাদেশের দুই ওপেনারই হলেন ব্যর্থ। তাতে শুরু থেকেই কিছুটা কোণঠাসা হয়ে রইল টাইগাররা। তবে মুশফিকুর রহিম নিজের জন্মদিনে ফিফটি তুলে নিয়ে দলকে ঠিকই এনে দিলেন লড়াই করার মতো পুঁজি।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মঙ্গলবার আইরিশদের ২৪৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

ইংল্যান্ডের চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নামে তামিম ইকবালের দল। মুশফিক ৭০ বলে ৬১, নাজমুল হোসেন শান্ত ৬৬ বলে ৪৪ রানের ইনিংস উপহার দেন। ২৭ রান করে আসে মেহেদী হাসান মিরাজ ও তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে। সাকিব আল হাসানের ব্যাট থেকে আসে ২০ রান। সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৬ রানের পুঁজি পায় বাংলাদেশ।

আয়ারল্যান্ডের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নেন জশ লিটল। ২টি করে উইকেট নেন মার্ক অ্যাডায়ার ও গ্রাহাম হিউম।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!