বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

মেয়র মাহাবুবের সুস্থতা কামনায় কক্সবাজার পৌরসভার দোয়া মাহফিল

সংবাদ বিজ্ঞপ্তি:

কক্সবাজার পৌরসভার মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরীর সুস্থতা কামনায় খত্মে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কক্সবাজার পৌরসভা।

১৩ ডিসেম্বর বুধবার সকালে পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সালাউদ্দিন সেতু। এই সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সারোয়ার সালাম, প্যানেল মেয়র-২ ওমর ছিদ্দিক লালু, প্যানেল মেয়র-৩ ইয়াছমিন আকতার, কাউন্সিলর যথাক্রমে এস, আই,এম আক্তার কামাল আজাদ ও জাহেদা আক্তার, নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, প্রশাসনিক কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, পৌরসভা মসজিদের ইমাম হাফেজ মঈনুল ইসলামসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী।

মেয়রের শারীরিক সুস্থতা কামনায় শুরুতে খতমে কোরআন অনুষ্ঠিত হয়। পরে দোয়া ও মিলাদ মাহফিল শেষে মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন ঈদগাহ জামে মসজিদের খতিব মাওলানা মো. আব্দুল কাইয়ুম।

উল্লেখ্য, কক্সবাজার পৌরসভার মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী চিকিৎসার জন্য গত ৭ই ডিসেম্বর থেকে দেশের বাইরে অবস্থান করছেন।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!