সিসিএন প্রতিবেদক:
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকায় সড়ক দুর্ঘটনায় মামুনুর রশীদ চৌধুরী নামের এক শিক্ষার্থী নিহত ও মো: হাসান নামের আরেক জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই মামুনুর রশীদ চৌধুরীকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং মো. হাসান এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নিহত মামুনুর রশীদ চৌধুরী কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার ঠিকাদার মৃত হারুনুর রশিদের একমাত্র ছেলে। তিনি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ও ৭নং ওয়ার্ড পূর্ব শাখা কক্সবাজার পৌর ছাত্রদলের সভাপতি ছিলেন।
তার অকালমৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।