শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩

মেরিন ড্রাইভ সড়ক থেকে লাশ উদ্ধার

সাইদুল ফরহাদ :

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১৮অক্টোবর) বেলা ১১টার দিকে ইনানী হোটেল রয়েল টিউলিপের পার্শ্ববর্তী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী।

তিনি বলেন, সড়কের পাশ থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি দেখে মনে হচ্ছে কোন গাড়ির সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে। তবে কি গাড়ির সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে সেটি চিহ্নিত করা যায়নি। ঘটনা স্থলে আমাদের একটি টিম আছে।

আব্দুল হালেক নামে এক স্থানীয় বলেন,সড়কের পাশে একটি লাশ পরিত্যক্ত দেখে বিষয়টি আমাদের এলাকার লোকজনকে জানালে তারা পুলিশকে খবর দেন। মনে হয় কোনো গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে গেছে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর