সংবাদ বিজ্ঞপ্তি:
মিউজিক্যাল আর্টিস্ট’স এসোসিয়েশন অব কক্সবাজার, ম্যাক’র কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ এপ্রিল শনিবার বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি উত্তম পাল। সাধারণ সম্পাদক রাকিবুল হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,সুমন চৌধুরী বাবু,জনি ধর,মুজিবুর রহমান,প্রবাল পাল,মিজানুল হক,শহিদুল ইসলাম শহিদ,আবু রায়হান, জিকু ধর, নাজনীন সুলতানা জোনাকি, সজল দে, মানিক বড়ুয়া,, মোঃ রুহুল আমিন রাহুল , আক্লিমা ইফতি,পারভেজ খান,নয়ন দাশ প্রমুখ।
সভায় কার্যকরী কমিটির শপথ গ্রহণ, গঠনতন্ত্র অনুমোদন, কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীদের সম্মানী পুনঃনির্ধারিত হয়। সভায় সদস্য নবায়ন ও নতুন শিল্পী সংগ্রহ কার্যক্রমের জন্য আলাদা দুটি উপকমিটি গঠন করা হয়।
এছাড়া ও সাংগঠনিক অন্যান্য কার্যক্রম এগিয়ে নেয়ার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় সবার সমম্মতিক্রমে পর্যটন মৌসুমে পর্যটকদের বিনোদনের জন্য ওপেন ইয়ার কনসার্ট আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।