শওকত ইসলাম,রামু:
রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজারে তদারকি চালিয়েছে রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা, কয়েকটি বাজার ঘুরে নানা অনিয়ম পাওয়ায় তিনটি দোকানকে জরিমানা করা হয়।
রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগাম টানতে সরকার থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। এর মধ্যেই বাজার তদারকিতে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দিন ব্যাপী কলঘর বাজার, চা-বাগান বাজার ও জোয়ারিয়ানালা বাজার দোকানগুলোতে পণ্যের মূল্যতালিকা না-থাকাসহ নানা অভিযোগে জরিমানা ও সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা বলেন, ‘আমরা সবসময়ই বলে আসছি যথাযথভাবে মূল্যতালিকা সংরক্ষণ করতে হবে। যারা এই নির্দেশনা মানবেনা, তাদেরই শাস্তির আওতায় আনা হবে।
তবে বিক্রেতারা বলছেন,পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় খুচরা বাজারে বেশি দামে পণ্য বিক্রি করতে হচ্ছে। মূল্যতালিকা মেনে চলতে গেলে লোকসান গুনতে হবে।
বাজার নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী অফিসারের পাশাপাশি সংশ্লিষ্ট ভোক্তা অধিকারের অন্য সংস্থাগুলোর নিয়মিত মনিটরিংয়ের প্রয়োজন বলে মনে করেন ক্রেতারা।
ক্রেতারা বলেন, বাজার স্বাভাবিক রাখতে হলে রমজান মাসজুড়ে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। তাহলেই বাজার স্বাভাবিক থাকবে বলে বিশ্বাস তাদের।