সোমবার, অক্টোবর ২, ২০২৩

রাঙামাটিতে অর্ধশত স্থানে পাহাড়ে ধস

সিসিএন অনলাইন ডেস্ক:

টানা বর্ষণে রাঙামাটির বিভিন্ন উপজেলায় প্রায় অর্ধশত স্থানে পাহাড়ে ধসের খবর পাওয়া গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত এ জেলায় দেশের সবোর্চ্চ ৩৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, গত বুধবার থেকে টানা বর্ষণে জেলার ৪৬টি স্থানে ছোট ছোট পাহাড় ধসের খবর পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ধস হয়েছে কাপ্তাই উপজেলায়।

তিনি জানান, সোমবার সকালে বিভিন্ন স্থানে পাহাড় ধসে ঘরবাড়ি ভেঙে পড়ে। সেইসঙ্গে কোথাও কোথাও সড়কে পাহাড় ধসে যান চলাচল ব্যাহত হয়। তবে সব জায়গাতেই দ্রুত সড়কের মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয় সড়ক ও জনপথ বিভাগ।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর