সিসিএন অনলাইন ডেস্ক:
রাজধানীর উত্তরার বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় পৌনে এক ঘণ্টার প্রচেষ্টায় ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিস বিজিবি মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
সংস্থাটির ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার ১০ মিনিট পরেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে আরও একটি ইউনিট ঘটনাস্থলে যায়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।
টিনশেড ওই মার্কেটটিতে বেশ কয়েকটি কাপড়ের দোকান, বাইক সার্ভিসিং সেন্টার ও চা-পানের দোকানসহ বিভিন্ন রকম মুদি দোকান রয়েছে।