রামু থেকে শওকত ইসলাম:
কক্সবাজারের রামু উপজেলাতে অবৈধ বালু ও ট্রাক ভর্তি বালুর গাড়ী জব্দ করেছেন উপজেলা প্রশাসন। ৮ ফেব্রুয়ারি সকাল ১১টা টায় খুনিয়া পালং বিট ও ধোয়াপালং বিটের স্কুল পাহাড় ও হরিণ খাইয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
৫০ হাজার ঘনফুট বালুসহ একটি বালু ভর্তি ট্রাক জব্দ করেছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা।
উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা বলেন, জব্দকৃত বালু বনবিভাগ নিলাম করবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগকে বলা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে কক্সবাজার দক্ষিন বন বিভাগের সহকারি বন সংরক্ষক মো: আনিসুর রহমান। রাজারকুলের রেঞ্জ কর্মকর্তা নাজমুল হাসান, আনসার, ব্যাটেলিয়ন আনসার ও এলাকার সচেতন মহল উপস্থিত ছিলেন।