শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

রামুতে গরু চোরা কারবারি ও বিজিবির সঙ্গে সংঘর্ষে একজন নিহত

বিশেষ প্রতিনিধি:

রামু উপজেলার পূর্ব কাউয়ারখোপ মিয়ানমারের চোরাই গরু পাচারকারী ও বিজিবির সঙ্গে সংঘর্ষে আব্দুল জব্বার (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন ।

শনিবার রাত ৯টার দিকে কাউয়ারখোপ কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান সড়কে এলাকায় এই ঘটনা ঘটে।


স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক জানিয়েছেন, কাউয়ারখোপ ডেফারকুল এলাকা দিয়ে পাঁচটি গরু পাচার হচ্ছিলো। খবর পেয়ে পথিমধ্যে গরু গুলো জব্দ করে নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবির টহল দল। জব্দকৃত গরুগুলো নিয়ে পূর্ব কাউয়ারখোপ কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান সড়কে উঠতেই বিজিবির উপর ইট-পাটকেল ছুড়তে থাকে গরু পাচারকারী চক্রের সদস্যরা। দফায় দফায় ঘটে ধাওয়া-পাল্টা ধাওয়া। মধ্যম কাউয়ারখোপের প্রধান সড়কে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে গুলি ছুড়ে। এসময় গুলিবিদ্ধ হয়ে আব্দুল জব্বার নামের এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় বিজিবির একাধিক সদস্য আহত হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।


কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক দাবি করেন- নিহত আব্দুল জব্বার গরু পাচারকারী ছিলেন না। সে একটি রড-সিমেন্টের দোকান করতেন। তবে সংঘর্ষে জড়িয়ে মারা গেছেন।
এ প্রসঙ্গে বুধবার রাত ১২টা পর্যন্ত ১১ বিজিবির পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। নাইক্ষ্যংছড়ি জোন ও ১১ বিজিবির অধিনায়ক লে.কর্নেল রেজাউল করিমকে ফোনে পাওয়া যায়নি।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!