সিসিএন প্রতিবেদক :
জমি দখলের জের ধরে পুলিশ কনস্টেবল শংকর বড়ুয়া ও তাঁর ভাই সৌরভ বড়ুয়ার বিরুদ্ধে বৃদ্ধা পুটুলি বড়ুয়াকে মারধর ও হাত ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে
শংকর বড়ুয়া চাকরী করেন পুলিশের কনস্টেবল পদে। আরেক ভাই সৌরভ বড়ুয়া প্রকাশ শিপন চাকরী করেন কক্সবাজার আয়কর অফিসের পিয়ন পদে।
রামু উপজেলার পূর্ব রাজারকুল গ্রামে পুলিশ কনস্টেবল শংকর বড়ুয়ার হুমকির একটি অডিও পাওয়া যায়। অডিওতে প্রকাশ্যে খুন করে জেলে যাবেন বলে হুমকি দিতে শোনা যায় কনস্টেবল শংকরকে।
আরও শোনা যায়, জেল এসেছে পুরুষদের জন্য। রাজারকুলে কারও তাঁর সামনে দাঁড়ানোর ক্ষমতা নেই বলেও হুংকার দিতে শোনা যায় অডিওটিতে।
উপজেলার পূর্ব রাজারকুল গ্রামের এই দুই ভাইয়ের হাতে রবিবার ১৬ এপ্রিল মারধরের শিকার হয়েছেন এক বৃদ্ধা। জমি দখলের জের ধরেই বৃদ্ধা পুটুলি বড়ুয়াকে মেরে হাত ভেঙে দেন পুলিশ সদস্য শংকর ও তাঁর ভাই সৌরভ। এছাড়াও কক্সবাজার কর অফিসের পিয়ন সৌরভ বড়ুয়ার বিরুদ্ধে আহত বৃদ্ধার ছেলে ও বৌকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী বৃদ্ধা পুটুলি বড়ুয়া জানান,শংকর আর শিপন আমাকে অতর্কিত হামলায় হাত ভেঙে দেন। আমি বৃদ্ধ মানুষ তাদের কি এমন ক্ষতি করলাম। আমি এই হামলার বিচার চাই।
তাছাড়া এর আগেও রাজারকুল গ্রামে এই দুই ভাই প্রকাশ্যে রামদা নিয়ে মহড়া দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়ে জানতে সৌরভ বড়ুয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন মারধরের কোন ঘটনা ঘটেনি। জমিতে ময়লা ফেলা নিয়ে এই ঘটনা বলে জানান তিনি।