সোমবার, মার্চ ২৪, ২০২৫

রামুতে বীর মুক্তিযোদ্ধা ছৈয়দ উল্লাহ’র মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের প্রবীন আওয়ামীলীগ নেতা ধেচুয়াপালং গ্রামের মৃত আব্দুর রশিদের (পুত্র) ছৈয়দ উল্লাহ (প্রকাশ) ছৈয়দ উল্লাহ ডিলার ১৪ই মার্চ বৃহস্পতিবার রাত ৮:৪০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। ৬ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

১৫ই মার্চ শুক্রবার দুপুর ২ ঘটিকায় খুনিয়াপালং ইউনিয়নের ধেচুয়াপালং কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে জানাজা অনুষ্ঠিত হবে জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ছৈয়দ উল্লাহর কন্যা জালিয়াপালং ইউনিয়ন পরিষদের মহিলা এমইউপি সদস্যা মর্জিনা বেগম।

তিনি আরো জানান, তার বাবা এক সপ্তাহধরে সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেখানে অবস্থার অবনতি হলে ৩দিন আগে আইসিইউতে রাখা হয়। অবস্থার উন্নতি না হলে আজ সন্ধ্যায় বাড়ি নিয়ে আসি। পরে রাত ৮: ৪০ মিনিটে বাবা মৃত্যু বরণ করেন।

এদিকে, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!