বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

রামুতে সড়ক দুর্ঘটনায় রাখাইন শিক্ষিকা নিহত

রিজন বড়ুয়া, রামু প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় ইমারি রাখাইন (৫০) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) সকাল আনুমানিক সাতটার দিকে রামু-মরিচ‍্যা পুরাতন আরকান সড়কের রামু ফতেখাঁরকুল অফিসেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমারী রাখাইন ফতেখাঁরকুল অফিসেরচর এলাকার বাসিন্দা পোলা রাখাইনের স্ত্রী ও সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, বাড়ির গেইটের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অতর্কিতভাবে মরিচ্যা থেকে রামু স্টেশনমূখী একটি অজ্ঞাত ছারপোকা মালবাহী পিকআপ ভ‍্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারান শিক্ষিকা ইমারী রাখাইন।

এদিকে রামু থানার ওসি আবু তাহের দেওয়ান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রামু থানার সিসি ক‍্যামেরার ফুটেজ যাচাই করে পিকআপ ভ্যানটি আটকের চেষ্টা চলছে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!