শওকত ইসলামের, রামু প্রতিনিধি:
রামুর দীর্ঘদিনের যানজট সমস্যার নিরসন করেছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা। তিনি (৫ ফেব্রুয়ারী) সকালে রামু উপজেলার চৌমুহনীতে যানজট নিরসনের লক্ষ্যে অভিযান পরিচালনা করেন।
সদর ফতেখাঁরকুল চৌমুহনী ষ্টেশনের বিভিন্ন মোড়ে অবৈধ দোকান ও গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করে রাখা এসব স্থাপনা ও গাড়ি সরিয়ে নেয়া হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা বলেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কক্সবাজার এর নির্দেশে রাস্তা বন্ধ করে অবৈধভাবে গড়ে উঠা ভ্রাম্যমাণ দোকান ও যত্রতত্র যথেচ্ছ গাড়ি পার্কিং সরিয়ে দিতে একাধিকবার বলার পরেও সরিয়ে না ফেলায় আজকের এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে ৩৩ টি মামলায় মোট ১ লক্ষ ২৩ হাজার ৫০০ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। পরবর্তীতে আরো কঠোরভাবে এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।
অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন ফতেখাঁরকুল সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল হোসাইন, ফতেখাঁরকুল ইউপি সদস্য মো:ইউনুচ, ইউপি সদস্য ও বনিক সমিতির সদস্য আজিজুল হক আজিজ ও মো: লোকমান।