সিসিএন প্রতিবেদক:
কক্সবাজারের রামু সংরক্ষিত বনে অসুস্থ হয়ে পড়ে আছে একটি বন্যহাতি। হাতিটির হাঁটা দূরের কথা, উঠে দাঁড়াতেও পারছে না। হাতিটির চিকিৎসায় বন বিভাগ মেডিকেল বোর্ড গঠন করেছে।
বৃহস্পতিবার (৬জুলাই) রাতে রামু উপজেলার দারিয়ারদীঘি সংলগ্ন কেচুবনিয়াতে আটকা পড়েছিল বন্য হাতিটি। বারবার চেষ্টা করেও উঠতে না পারলে পরে স্থানীয়রা বন বিভাগকে খবর দেন।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার বন বিভাগের রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সরোয়ার আলম।
তিনি জানান, “একটি বন্যহাতি লোকালয়ে এসে অসুস্থ হয়ে পড়ে। আমাদের বনববিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অনেক চেষ্টা করেও হাতিটিকে তোলা সম্ভব হয়নি। এরপর চকরিয়া বঙ্গবন্ধু সাফারি পার্কের পশু চিকিৎসকদের খবর দেওয়া হয়েছে। হাতিটা একটু বয়স্ক।”