বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪

রামু উপজেলা নির্বাচন করার ঘোষণা দিলেন জেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইন

নিজস্ব প্রতিবেদক:
রামু উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন।

শুক্রবার রাত ১০:২০টায় তার ফেইসবুক আইডিতে একটি স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়।

তার দেয়া স্ট্যাটাসে তিনি লিখেন, “আমার প্রিয় কক্সবাজারবাসী আসসালামু আলাইকুম। বৃহৎ পরিসরে মানুষের খাদেম হিসেবে নিজেকে প্রস্তুত করার জন্য সর্বসাধারণের সহযোগিতা চাই। আমার প্রিয় রামুবাসী আগামী উপজেলা নির্বাচনের মাধ্যমে আপনাদের খাদেম হিসেবে আমাকে নিযুক্ত করার সুযোগ প্রত্যাশা করছি।”

তিনি ইতোপূর্বে তার সামাজিক, মানবিক এবং বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডের মধ্য দিয়ে রামু উপজেলার ১১ইউনিয়নে চষে বেড়াচ্ছেন। তিনি রামু জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং রামু সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে পড়াশুনা শেষ করেন। তিনি কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং বর্তমান জেলা ছাত্রলীগের সভাপতি।

এছাড়া এবারের উপজেলা পরিষদ নির্বাচনে থাকছে না নৌকার দলীয় মনোনয়ন। গত (২২ জানুয়ারি) সোমবার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!