বার্তা পরিবেশক:
বাংলাদেশ বৌদ্ধ সমিতি – যুব রামু উপজেলা শাখার সম্মেলন ২০২৩ ইং সম্পন্ন হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) এভারেস্ট টিচিং ইনস্টিটিউট মিলনায়তনে অর্পণ বড়ুয়ার সভাপতিত্বে এবং জিৎময় বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি – যুব কক্সবাজার জেলা শাখার সভাপতি রবীন্দ্র বিজয় বড়ুয়া।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জেমসেন বড়ুয়া। উদ্বোধক ছিলেন জেলা শাখার আহবায়ক এডভোকেট অনীল বড়ুয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক রতন বড়ুয়া, রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া, জেলা বৌদ্ধ সমিতির সাংগঠনিক সম্পাদক শংকেশ বড়ুয়া, রামু উপজেলা শাখার সভাপতি এমইউপি স্বপন বড়ুয়া, সাধারণ সম্পাদক মৃনাল বড়ুয়া, সমাজ সেবক ও ব্যবসায়ী সাজু বড়ুয়া, জেলা বৌদ্ধ সমিতি যুব’র যুগ্ম আহ্বায়ক স্বপন বড়ুয়া, সদস্য সচিব পুর্নবর্ধন বড়ুয়া, রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদের সভাপতি কেতন বড়ুয়া, সাধারণ সম্পাদক বিপুল বড়ুয়া আব্বু এমইউপি, রামু উপজেলা বৌদ্ধ সমিতি যুব’র সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর বড়ুয়া ধীমান, মহিলা শাখার সভাপতি সোনিয়া বড়ুয়া প্রমূখ। এতে যুবনেতা সঞ্জয় বড়ুয়া, অর্ক বড়ুয়া, প্রিয়ম বড়ুয়া রক্তিম, রিজন বড়ুয়া ও দীনেশ বড়ুয়াসহ রামুর বিভিন্ন বৌদ্ধ পল্লী থেকে আগত যুবকেরা অংশ নেন।