সোমবার, অক্টোবর ২, ২০২৩

রাষ্ট্রপতি কক্সবাজারে পৌঁছেছেন

সাইদুল ফরহাদঃ

রাষ্ট্রপতি মো.সাহাবদ্দিন দুই দিনের সফরে কক্সবাজার পৌঁছেছেন। রোববার (৩০জুলাই) দুপুর ১২ টায় বান্দরবান থেকে হেলিকপ্টারযোগে কক্সবাজারের পৌঁছান।

বিষটি নিশ্চিত করে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ ইমরান শাহিন জানান, দুপুর ১২টায় বিশেষ হেলিকপ্টারযোগে কক্সবাজারে পৌঁছান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সঙ্গে তার পরিবারের সদস্যসহ ৩০ জন সফর সঙ্গী রয়েছেন।

তিনি আরো জানান, সাগরতীরের একটি হোটেলে অবস্থান করবেন রাষ্ট্রপতি এবং রামুর বৌদ্ধ বিহার, মেরিন ড্রাইভ, টেকনাফের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করতে পারেন বলে আশা করা হচ্ছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, রাষ্ট্রপতির কক্সবাজার সফর উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর