সোমবার, অক্টোবর ২, ২০২৩

রোহিঙ্গাকে ঘর থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা, চোখ উপড়ে ফেলা হয়েছে

আরসার ‘সন্ত্রাসীরা’ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

সিসিএন অনলাইন ডেস্ক:

রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. আমির জাফর জানান, বুধবার সকালে উখিয়া উপজেলার কুতুপালং ২-ইস্ট নম্বর শিবিরের ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

নিহত মো. ইসহাক (৪৮) উখিয়া উপজেলার বালুখালী ৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-১ ব্লকের মোহাম্মদ রশিদের ছেলে।

স্থানীয়দের বরাতে আমির জাফর বলেন, ভোরে উখিয়া উপজেলার ৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-১ ব্লকের নিজের ঘর থেকে মো. ইসহাককে আরসা সন্ত্রাসীরা তুলে নিয়ে যায়। তাকে ওই ব্রিজের নিচে এনে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে ফেলে রাখা হয়।

স্থানীয়দের কাছে ওই এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকার খবর পায় এপিবিএন। পরে পুলিশ গিয়ে ক্ষত-বিক্ষত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে।

ওই রোহিঙ্গার চোখ উপড়ে ফেলার হয়েছে; হাত ও পেটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে জানিয়ে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক আরও বলেন, “ প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ তথ্য পেয়েছে। আরও তদন্তের পাশাপাশি জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।”

ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এপিবিএন কর্মকর্তা মো. আমির জাফর।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর