সোমবার, মার্চ ২৪, ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

সাইদুল ফরহাদ :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরাকান স্যালভেশন আর্মি (আরসার) গুলিতে মোহাম্মদ সলিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

শনিবার (২৯জুলাই) রাত ১০টার দিকে উখিয়া ৭নং ক্যাম্পে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ওই ক্যাম্পের -মোহাম্মদ নজির হোছনের পুত্র।

রোববার (৩০জুলাই) সকাল ৮টার দিকো বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী।

তিনি বলেন, রাত ১০টার দিকে ওই আশ্রয় শিবিরের ১০-১২ জন আরসা সন্ত্রাসী নিহত রোহিঙ্গাকে লক্ষ্য করে ৮-১০ রাউন্ড গুলি করে। গোলাগুলির খবর শুনে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে আরসা সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় এমএসএফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!