সিসিএন রিপোর্ট:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে দুজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৪সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উখিয়া পালংখালী ৬ নং ক্যাম্পের ডি ব্লগে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন,৭ নং ক্যাম্পের আব্দুল হামিদের ছেলে শামশু আলম (২৩),ক্যাম্প-২/ই এর ডি-৪ ব্লকের সলিমের ছেলে নুর মোহাম্মদ (১৭)।
বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলি।
তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্প দুই সন্ত্রাসী গ্রুপের মাঝে গোলাগুলির ঘটনায় দুইজন রোহিঙ্গা নিহত হয়েছে । তবে কারা- কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ ও এপিবিএন কাজ করছে।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।