মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সাথে ডাকাতদের গোলাগুলি, আটক ১

সিসিএন প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে ডাকাতদের গোলাগুলির ঘটনায় ঘটেছে। এসময় রফিক ওরফে আব্বুয়া (১৮) নামের একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে।

রোববার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে টেকনাফ নয়াপাড়া ক্যাম্পের এই ঘটনা ঘটে।

আটক ডাকাত সদস্য রোহিঙ্গা সন্ত্রাসী কামাল বাহিনীর সক্রিয় ডাকাত সদস্য বলে দাবি করে এই সংস্থা।

রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ১৬ এপিবিএন অধিনায়ক(অতিরিক্তডিআইজি) হাসান বারী।

তিনি জানান, ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় ডাকাত কামাল বাহিনী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় এপিবিএন অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও নিজেদের আত্মরক্ষার জন্য পাল্টা গুলি করলে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পালানোর সময় ধাওয়া করে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ডাকাতির কথা স্বীকার করেছেন আটক ডাকাত সদস্য। তাকে টেকনাফ মডেল থানার হস্তান্তর করা হয়েছে ।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!