বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪

রোহিঙ্গা যুবকের স্বীকারোক্তি: মিয়ানমারের গুলি নয়, ট্রলার থেকে পড়েই আহত

মিশু গুপ্ত:

সেন্টমার্টিন থেকে ট্রলারে ফেরার পথে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত দাবি করা সেই রোহিঙ্গা যুবক আলী জোহার আসলে ট্রলার থেকে নামতে গিয়ে পড়ে আহত হয়েছেন।
১৬ জুন বিকালে কক্সবাজার সদর মডেল থানায় সংবাদ সম্মেলনে এই দাবী করেন রোহিঙ্গা যুবক আলী জোহার।

আলী জোহর বলেন, ১৩ জুন বিকালে সেন্টমার্টিন থেকে ট্রলারে করে টেকনাফের উদ্দেশ্যে রওনা দেন। তাদের বহনকারী ট্রলারটি নাফ নদীর শাহপরীর দ্বীপের কাছাকাছি পৌঁছালে সেসময় সাগর উত্তাল থাকায় আরেকটি ছোট ট্রলার করে তাদের তীরে আনার ব্যবস্থা করা হয়, সেই ছোট ট্রলারে উঠতে গিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়, অজ্ঞান হওয়ার আগে তিনি একটি শব্দ শুনতে পান তাই পরে সে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকারে গুলিবিদ্ধ হওয়ার কথা বলেছেন।

এই বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন আলী জোহার এক ট্রলার থেকে অন্য ট্রলারে উঠতে গিয়ে পড়ে যায় এতে সে পায়ের গোড়ালীতে মারাত্মক ভাবে রক্তাক্ত কাটা জখম হয়ে অজ্ঞান হয়ে পড়েন। আলী জোহারকে ক্যাম্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

আলী জোহার উখিয়ার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। তার পিতার নাম হামিদ হোসেন। ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার থেকে পালিয়ে রোহিঙ্গা শিবিরে আশ্রয় নিয়েছেন।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!