শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩

লামা বীর বাহাদুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কাকারা ফুটবল একাডেমি

আকতার মারুফ :

লামা বীর বাহাদুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চকরিয়া শেখ জামালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কাকারা ফুটবল একাডেমি।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকাল ৩ টায় লামা চম্পাতলী আনসার ব্যাটালিয়ন মাঠে আয়োজিত এ ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেছে শক্তিশালী চকরিয়া শেখ জামাল ও কাকারা ফুটবল একাডেমি।

খেলা শুরুর ৩ মিনিটে ৩ নং জার্সি পরিহিত নাইজেরিয়ান ফরওয়ার্ড ফ্রান্সিস কাকারার পক্ষে প্রথম গোল করেন। তারপর উভয় দলের মধ্যে শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থেকে চকরিয়া জামাল ক্লাব খেলায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে। উত্তেজনাপূর্ণ এই খেলায় ৯০ মিনিট পর্যন্ত চকরিয়া শেখ জামাল গোল শূন্য থাকে। কাকারা ফুটবল একাডেমীর গোলরক্ষক রাজিবের নৈপুণ্যে জালে ৯০ মিনিট পর্যন্ত কোন গোল জড়ায়নি। এর মধ্যে তারা বেশ কিছু সুযোগও পায় তবে কাকারা ফুটবল একাডেমির রক্ষণভাগের দৃঢ়তায় প্রতিবারই তারা ব্যর্থ হয়। পরবর্তীতে অতিরিক্ত সময়ে শেখ জামাল গোল করে খেলায় সমতায় ফিরে। খেলা গড়ায় ট্রাইবেকারে।

ট্রাইবেকারে কাকারা ফুটবল একাডেমীর পাঁচটি শটে মধ্যে পাঁচটি গোল হয় অপর পক্ষে জামাল চারটি গোল করতে সক্ষম হয়। কাকারা ফুটবল একাডেমি ৪-৫ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ উভয় দলকে পুরস্কৃত করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈ সিং এমপি। এতে আরো উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোস্তফা জামান, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ফজলুল করিম সাঈদী, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোস্তফা জাবেদ কায়সার, লামা পৌরসভার মেয়র জনাব জহিরুল ইসলাম,লামা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু প্রদীপ কান্তি দাস, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ডাক্তার অমর কান্তি ও সদস্য সচিব আসিফ চৌধুরী।


চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ এক লক্ষ টাকা এবং রানার্স আপ দলকে পঞ্চাশ হাজার টাকা প্রাইস মানি প্রদান করা হয়।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর