চকরিয়া প্রতিনিধি:
লামা বীর বাহাদুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ পেকুয়াকে হারিয়ে ফাইনালে কাকারা ফুটবল একাডেমি লামা বীর বাহাদুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে কাকারা ফুটবল একাডেমি ।
সেমিফাইনালে পেকুয়া উপজেলা ফুটবল দলকে ট্রাইবেকারে ৫-৪ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে টুর্নামেন্ট ফেভারীট কাকারা ফুটবল একাডেমি ।
গত ২৭ জুলাই বিকাল ৪ টায় লামা চম্পাতলি ১৭ আনসার ব্যাটালিয়ন মাঠে অনুষ্টিত সেমিফাইনাল খেলায় অংশ নেয় কাকারা ফুটবল একাডেমি ও পেকুয়া উপজেলা ফুটবল দল। খেলার শুরুতেই অনেকটা চড়াও হয়ে খেলে এবং বেশকিছু সুযোগও তৈরি করেছিল ।কাকারা ফুটবল একাডেমি।
দু’দলের হাড়্ডা- হাড্ডি লড়াইয়ে কোন দলই মাঠের খেলায় গোল পাইনি। খেলা গড়ার ট্রাইবেকারে। ট্রাইবেকারে কাকারা ফুটবল একাডেমি ৫- ৪ ব্যবধানে পেকুয়ার বিরুদ্ধে জয়ের মাধ্যমে ফাইনাল নিশ্চিত করে।
ফাইনালে কাকার প্রতিপক্ষ চকরিয়া শেখ জামাল ক্লাব।
সেমিফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোস্তফা জামান।