সংবাদ বিজ্ঞপ্তি:
“তারুণ্যের আলোয় আলোকিত হোক সোনার বাংলার প্রতিটি সমাজ ” এই প্রতিজ্ঞাকে বুকে লালন করে করোনা মহামারীর দুঃসময়ে, নানা মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্যদিয়ে শতাধিক তরুনের সমন্বয়ে ২০১৯ এর ১৪ এপ্রিল থেকে সমুদ্র নগরী কক্সবাজারে যাত্রা শুরু করে স্টুডেন্ট হ্যান্ডস (মানবতায় ছাত্রসমাজ)
নামক এই মানবিক সংগঠনের।
বরাবরের ন্যায এই বছরও ‘ক্ষুধার্তদের মুখে রমজানের আহার’ স্লোগান কে সামনে নিয়ে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদের সেমাই বাজার সহ রমজান ১ মাসের খাদ্য সামগ্রি বিতরণ করলো স্টুডেন্ট হ্যান্ডস (মানবতায় ছাত্রসমাজ) ।
এতে একটি বড় আকার আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেই মালেশিয়া প্রবাসী কক্সবাজারের কৃতি সন্তান তানভীর হোসাইন রাজন।
আমাদের স্বপ্ন একটাই, প্রতি বছর পবিত্র রমজানে শহরের বিভিন্ন স্থানে এক মুটো আহারের আসায় চেয়ে থাকা অসহায় মানুষ গুলোর আস্থা ও ভরসা হওয়া। কেনোনা,বর্তমানে এই অসহায় মানুষ গুলোকে আমরা এতোই অবহেলা করছি যেনো তারা ভিন্ন গ্রহের কিছু প্রানী। তারা এমন কিছু বসবাস অনুপযোগী স্থানে জীবন কাটিয়ে দিচ্ছে যেখানে আদোও কোনো সাধারণ মানুষের চোখ পড়ছে বলে মনে হয় না।
এই পবিত্র রমজানে নিজ নিজ অবস্থান থকে অসহায় মানুষ গুলোর পাশে দাড়ানোর জন্য সকলের প্রতি আমরা স্টুডেন্ট হ্যান্ডস পরিবার সবিনয়ে আহবান জানাচ্ছি।