সোমবার, অক্টোবর ২, ২০২৩

শপথ নিলেন কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমানসহ কাউন্সিলররা

সিসিএন অনলাইন ডেস্ক:

২৩ জুলাই রবিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এই শপথ গ্রহণ সম্পন্ন হয়।

প্রথমে নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধূরীকে শপথবাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।

পরে সংরক্ষিত ওয়ার্ডের নারী ও সাধারণ ওয়ার্ডের পুরুষ কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করেন । তারা হলেন-

নবনির্বাচিত মেয়রের সঙ্গে শপথ নেয়া কাউন্সিলর পরিষদের সদস্যরা হলেন-

সাধারণ কাউন্সিলর- ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসআইএম আক্তার কামাল আজাদ, সাধারণ ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান, সাধারণ ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আমিনুল ইসলাম, সাধারণ ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এহেছান উল্লাহ, সাধারণ ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহাব উদ্দিন, সাধারণ ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওমর ছিদ্দিক, সাধারণ ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওসমান সরওয়ার টিপু, সাধারণ ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজ বিহারী দাশ, সাধারণ ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হেলাল উদ্দিন, সাধারণ ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন, সাধারণ ১১ নম্বরপ ওয়ার্ডের কাউন্সিলর নুর মোহাম্মদ ও সাধারণ ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম এ মনজুর।।

সংরক্ষিত আসনের কাউন্সিলর- সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর শাহেনা আকতার, সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর ইয়াছমিন আকতার, সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর জাহেদা আক্তার, সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর নাছিমা আকতার।

এর আগে গত ৫ জুলাই নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের তালিকা গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশনার। গেজেট প্রকাশের মধ্য দিয়ে ১২ জুন অনুষ্ঠিত কক্সবাজার পৌরসভার নির্বাচনে মেয়র ও কাউন্সিলরদের সরকারিভাবে বিজয় ঘোষণা করে।

প্রসঙ্গত,গত ১২ জুন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কক্সবাজার পৌরসভা নির্বাচনে ২৮ হাজার ৬২ ভোট পেয়ে বিজয়ী হন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী মাবু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (আ.লীগের বিদ্রোহী) প্রার্থী মাসেদুল হক রাশেদ নারিকেল গাছ প্রতীকে পান ২৪ হাজার ৬৯৯ ভোট।

ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার পাবরিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানের হলরুমে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর