বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

শরৎ উৎসবের উদ্বোধন আজ

প্রেস বিজ্ঞপ্তি :
বাংলা ও বাঙালির চিরায়ত বহমান সংস্কৃতি ধমনীতে বিরাজমান। ভাদ্র-আশি^নে কাশের বনে দোল দিয়ে যাওয়া হাওয়া দুলিয়ে যায় প্রাণ। সেই প্রাণের টানে সাড়া দিতে কক্সবাজারে আয়োজন করা হচ্ছে ‘শরৎ উৎসব-১৪৩০’।

বুধবার (০৪ অক্টোবর) বিকেল ৫টায় পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে শরৎ উৎসবের আয়োজন করা হয়েছে।

সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার এর আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বায়ক ও সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনোয়ার। আর উদ্বোধক হিসেবে থাকবেন কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজিবুল ইসলাম বলেন, বর্ষার পর প্রকৃতিতে একটি শান্ত-স্নিগ্ধ রূপ আবির্ভূত হয়। নদীর দু’পাড়ে বিস্তীর্ণ দিগন্তে শুভ্র কাশফুলের দোলা, গাঢ় নীল আকাশে সাদা মেঘের ভেলা, ঘরের আঙ্গিনায় শিউলী ফুলের ঝরে পড়া, খালি পায়ে শিশিরে সিক্ত হওয়া- এসব আমাদের শরতের আগমনের জানান দেয়। ঋতু বৈচিত্র্যের এ বাংলাদেশের মানুষের উৎসবপ্রিয়তার কারণে এখানকার সংস্কৃতিতে নানা সময় নানা উপাদান যুক্ত হয়েছে। যার মধ্যে অন্যতম হলো এসব ঋতুভিত্তিক উৎসব।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন বলেন, শরৎ উৎসবে নানা আয়োজন থাকছে। যার মধ্যে রয়েছে গান, কবিতা, নৃত্য ও কথামালা। সকলকে শরৎ উৎসবে আমন্ত্রণ জানাচ্ছি।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!