সিসিএন অনলাইন ডেস্কঃ
কোটা সংস্কার ও সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থীরা সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করেছেন। এতে আটকা পড়েছে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেন।
মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে রাস্তায় নেমে আসেন। এ সময় রেললাইনে দাঁড়িয়ে বিক্ষোভ করেন তারা। এতে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি আটকা পড়ে। দুর্ভোগে পড়েন ট্রেনযাত্রীরা।
পূর্বাঞ্চল রেলওয়ের ট্রাফিক কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধে যাত্রীবাহী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেন লাইনে আটকা পড়েছে।
এদিকে, শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এক দফা দাবিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।