” আম্মুর চেহারার দিকে তাকাতে পারি না। বুকটা কষ্টে ফেটে যাই। আম্মু দীর্ঘ দুই বছর যাবৎ ক্যান্সারে আক্রান্ত। আম্মুর চিকিৎসা করাতে গিয়ে প্রায় ৮০ লক্ষ টাকা খরচ হয়েছে, আমরা এখন নিঃস্ব। আমার আম্মু বাঁচতে চাই।” কথাগুলো বলছিলেন ছেলে নিলয়।
দীর্ঘ দুই বছর ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা শিক্ষিকা মোহছেনা আক্তার বেবী। তিনি একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
পরিবার সূত্রে জানা গেছে, প্রথম দিকে পরিবারের সহযোগিতায় বাংলাদেশে পরবর্তীতে ভারতের চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শিক্ষিকা মোহছেনা আক্তার বেবীর চিকিৎসা চলমান ছিল। মেজর অপারেশনের পর তিনি কিছুটা সুস্থতার পথে। কিন্তু বর্তমানে বাঁধা হয়ে দাড়িয়েছে আর্থিক সংকট। এমতাবস্থায় টাকার অভাবে শিক্ষিকা বেবীর চিকিৎসা থমকে গেছে। তাকে বাঁচানোর জন্য দেশবাসীর সহযোগিতা চেয়েছে পরিবার।