সংবাদ বিজ্ঞপ্তি :
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ‘ চিরায়ত বাংলা নাটক মঞ্চায়ন’ কার্যসূচির আওতায় জেলা শিল্পকলা একাডেমি কক্সবাজার রেপার্টরি নাট্যদলের পরিবেশনায় ১৯ জানুয়ারি ও ২০ জানুয়ারি ২০২৪, সন্ধ্যা ৭.৩০ টায় ‘ আলিবাবা’ নাটকটি শহরের কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে মঞ্চস্থ হবে।
ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ রচিত ও স্বপন ভট্টাচার্য্যের সম্পাদনা ও নির্দেশনায় ‘আলিবাবা’ নাটকটি দেখার জন্য নাট্যপ্রেমিদের অনুরোধ জানিয়েছেন জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী।