শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩

সংবাদকর্মী রিজন বড়ুয়াকে সন্ত্রাসী কায়দায় হাতুড়ি দিয়ে পেটালেন মিসবাহ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের রামুতে সংবাদকর্মীকে হাতুড়ি দিয়ে বুকে-হাতে ও পিঠে পিটিয়ে মারাত্মকভাবে জখম করার অভিযোগ উঠেছে। কক্সবাজারের অনলাইন সংবাদমাধ্যম কারেন্ট কানেক্ট নিউজ (সিসিএন) এর রামু প্রতিনিধি রিজন বড়ুয়া এই অভিযোগ করেন।

সংবাদকর্মী রিজন জানান, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে রামু মন্ডলপাড়ার ভেতরের রাস্তা দিয়ে আসার সময় মনমওলা মসজিদের সামনে আগে থেকেই ওঁতপেতে ছিলো বহু মামলার আসামী মিসবাহ। সেইসময় তার সাথে ছিলো মন্ডলপাড়ার সাজ্জাদ হোসেন।

টিউশন শেষ করে হেঁটে বাড়ি ফেরার পথে হঠাৎ পথরোধ করে কোমর থেকে হাঁতুড়ি বের করে বুকে-পিঠে ও হাতে মারতে থাকে মিসবাহ। অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে মারধরের একপর্যায়ে পরে কোনমতে দৌঁড়ে পালান সংবাদকর্মী রিজন বড়ুয়া। এসময় তার পকেটে থাকা নগদ অর্থ ও মোবাইল ছিনিয়ে নেয়। মিবাহ রামু মন্ডলপাড়ার মৃত রমজান আলীর ছেলে।

জানা গেছে, হামলায় গুরুতর আহত রিজন বড়ুয়া প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে আছেন। অভিযুক্ত মিসবাহ’র বিরুদ্ধে আইনি প্রক্রিয়া নেওয়ার কথাও জানান রিজন বড়ুয়া।

সূত্র বলছে, এর আগেও রামু মন্ডলপাড়ার একাধিক ব্যক্তিকে ছুরিকাঘাত করার অভিযোগ রয়েছে অভিযুক্ত মিসবাহ’র বিরুদ্ধে। জমি দখল, টেন্ডার, অস্ত্র ব্যবসা, অবৈধ গরু ব্যবসাসহ ইয়াবা পাচারকারী হিসেবে পুলিশের খাতায় নাম আছে এই মিসবাহর।

সংবাদকর্মীকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগের বিষয়ে জানতে মিসবাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও কোন সাড়া পাওয়া যায়নি।

প্রতিনিয়ত রামুতে একের পর এক সন্ত্রাসী কার্যক্রম করা মিসবাহকে থামানো না গেলে রামু আরও অশান্ত হয়ে উঠবে বলে দাবী স্থানীয় সচেতন মহলের। দ্রুত সময়ের মধ্যে মিজবাহকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী তাদের।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর