সিসিএন ডেস্ক:
কক্সবাজার শহরের জেলগেট এলাকায় সড়ক দুর্ঘটনায় রামুর পোল্ট্রি ব্যবসায়ী জসিম উদ্দিন নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা আরো দুজন আহত হয়।
নিহত জসিম রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের গ্রামের মোক্তার আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত বারোটার পর কক্সবাজার থেকে মোটরসাইকেল করে রামুতে পথে কক্সবাজার জেল গেটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা জসিমের মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় নিহত জসিম উদ্দিন রামুর পোল্ট্রি ব্যবসায়ী ছিলেন।