সিসিএন অনলাইন ডেস্কঃ
নির্বাচন কমিশন (ইসি) বলেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আজ (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।
ইসি সচিব জাহাঙ্গীর আলম আজ সকালে সাংবাদিকদের জানান, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সন্ধ্যায় সিইসির ভাষণ সম্প্রচার করবে।
তফসিল ঘোষণার আগে আজ বিকাল ৫টায় নির্বাচন কমিশনে সভা অনুষ্ঠিত হবে।
বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছেন সিইসি।
গতকাল নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল আলম গণমাধ্যমকে বলেন, আজ (বুধবার) সকাল ১০টায় তফসিল ঘোষণার বিষয়ে সাংবাদিকদের অবহিত করা হবে।
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে সামনে রেখে নির্বাচন কমিশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।