শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩

সমন গায়েবে বেঞ্চ সহকারীকে বদলি, তদন্ত কমিটি গঠন

রনি পারভেজ (চট্টগ্রাম):

চট্টগ্রামে পুলিশ হেফাজতে মারা যাওয়া মামলার সমন গোপন করার অভিযোগে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী হারুন উর রশীদকে বদলি করা হয়েছে। তাঁকে একই আদালতের ক্যাশিয়ার পদে বদলি করা হয়েছে। এ ঘটনা খতিয়ে দেখতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহকে দায়িত্ব দিয়ে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুরাদ হোসেন। তিনি জানান, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নির্দেশে বেঞ্চ সহকারীকে বদলি করা হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গত ২৯ আগস্ট চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন রণি আক্তার তানিয়া নামে এক নারী। মামলায় দুদকের সাবেক উপপরিচালক ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লা ও তাঁর শ্যালক মোহাম্মদ কায়সার আনোয়ারকে আসামি করা হয়। এই মামলায় গত ২৭ সেপ্টেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গত ৩ অক্টোবর শহীদুল্লাকে গ্রেপ্তারের এক ঘণ্টার মধ্যে থানায় তাঁর মৃত্যু হয়।

তাঁর পরিবারের অভিযোগ, স্থানীয় সন্ত্রাসী ও ভূমিদস্যু চক্র তাঁর সম্পত্তি হাতিয়ে নিতে ওই নারীকে দিয়ে মিথ্যা মামলাটি দায়ের করে। আদালতের সংশ্লিষ্ট শাখার কর্মচারীদের যোগসাজশে মামলার সমন গোপন করে রাখা হয়। ফলে আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। শহীদুল্লাকে গ্রেপ্তারের আগ পর্যন্ত মামলাটির বিষয়ে কিছুই জানতেন না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। মামলাটিও সাজানো ছিল বলে স্বীকার করেছেন মামলার বাদীও

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর