শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

সমুদ্র সৈকতের অসুস্থ ঘোড়া জবাই করে বিক্রি করতো কসাই মাহাবু

সিসিএন প্রতিবেদক:

পবিত্র শবে কদর উপলক্ষে কক্সবাজারের উখিয়ায় লোকচক্ষুর অন্তরালে রাতের অন্ধকারে ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রিতে অভিযুক্ত কসাই মাহবুব আলমকে (৩০) আটক করেছে র‌্যাব।

বুধবার (১৯এপ্রিল) রামু গহীন পাহাড় থেকে আটক করা হয়।

আটক কসাই উখিয়া হলদিয়া পালং এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব ১৫ সিপিসির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারা হোসেন।

তিনি জানান, পবিত্র শবে কদর উপলক্ষে উখিয়ায় লোকচক্ষুর অন্তরালে রাতের অন্ধকারে ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়। বিষয়টি আমাদের নজরে আসলে আমরা অভিযানে নামি। ঘটনার পর থেকে পলাতক ছিল কসাই। সে বারবার স্থান পরিবর্তন করছিল। তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমরা জানতে পারি যে সে রামুর একটি গহীন পাহাড়ে অবস্থান করছে। পরে আমরা অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হই।

আটকের পর কসাই মাহবুব প্রাথমিক স্বীকারোক্তিতে বলেন, সে এই পর্যন্ত ৩০টির বেশি ঘোড়া জবাই করে বিক্রি করেছে। কক্সবাজার সমুদ্র সৈকতের অসুস্থ ঘোড়া গুলো যখন মালিক পেলে চলে যেতো তখন সে টার্গেট করে থাকতেন। পরে চিকিৎসার নাম করে জবাই করে বিক্রি করতেন।

আটকৃত কসাই মাহবুব আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!