শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পালিত হলো বিদ্যা দেবী সরস্বতীর পুজোৎসব

মিশু গুপ্তঃ

কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নানান আয়োজনে পালিত হয়েছে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা। বিদ্যাদেবীর আরাধনায় সম্প্রীতির উৎসবে মেতে উঠে শিক্ষক শিক্ষার্থীরা।
২৫ জানুয়ারি সন্ধ্যায় দেবী সরস্বতীর অধিবাসের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতার। এরপর ২৬ জানুয়ারি সকালে দেবীর পূজা,পুষ্পাঞ্জালি প্রদান,সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপী নানান আয়োজনে দেবীর আরাধনা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিভীষণ কান্তি দাশ,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নির্মল চন্দ্র দাশ,সরকারি কলেজের অধ্যাপিকা শিউলি সরকার,বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সোহেল ইকবাল।

আলোচনা সভা শেষে পূজার বিশেষ স্মরণিকা প্রজ্ঞার মোড়ক উন্মোচন করা হয়।

বিদ্যালয়ের শিক্ষার্থী বীণাপাণি আচার্য ঝিলিক ও শ্রাবন্তী কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সভাপতিত্ব করের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা মোর্শেদা আইভী।

অনুষ্ঠিত দেবীর পূজা ও দিনব্যাপী নানান আয়োজনে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের সমন্বয়ক সিনিয়র শিক্ষক মানিক চন্দ্র দে।

২৭ জানুয়ারি সমুদ্রে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয় বিদ্যার দেবীর পূজোৎসব।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!