সিসিএন রিপোর্ট:
এটিএন নিউজের কক্সবাজার জেলা প্রতিনিধি অর্পন বড়ুয়ার পিতা বাবু সুখেন্দু বড়ুয়া পরলোকগত হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর।
সোমবার (২৯মে) কক্সবাজার সদর হাসপাতালের আইসিউতে বিকেল ৩ টা ৩১ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাবু সুখেন্দু বড়ুয়া স্ত্রী ও পাঁচ সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রয়াতের মরদেহ হাজারীকুলস্থ নিজ বাসভবনে রাখা হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টায় হাজারীকুল বোধিরত্ন বৌদ্ধ বিহারে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে জানান তাঁর পরিবার।
এদিকে বাবু সুখেন্দু বড়ুয়া পরলোকগত হওয়ায় শোক প্রকাশ করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সিসিএন পরিবার।