নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিক কে হুমকি দেয়া হলো মারধরের। বুধবার রাত ১০ টার দিকে জেলা আওয়ামীলীগের কার্যালয়ের বোমা সদৃশ বস্তু পাওয়ার সংবাদ সংগ্রহ করতে গেলে বার্তা২৪.কমের স্টাফ করেসপন্ডেন্ট, টিটিএনের বিশেষ প্রতিবেদক এবং দৈনিক কক্সবাজার বার্তার নিজস্ব প্রতিবেদক আব্দুর রশিদ মানিক কে মারধরের হুমকি দেয় জেলা ছাত্রলীগের সহ সভাপতি বোরহান উদ্দিন খোকন। তিনি বলেন, মারধর না করেও যখন মেরেছি বলে নাম আসছে এবার মারধর করবো।পরে রাতে নিরাপত্তাহীনতার কথা জানিয়ে বোরহান উদ্দিন খোকনের নাম উল্লেখ করে থানায় জিডি করেছে সাংবাদিক আব্দুর রশিদ মানিক।
গত কদিন ধরে কক্সবাজারে চলমান সংঘাতে সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে নানা প্রকার হেনস্থার শিকার হচ্ছে জানিয়ে আব্দুর রশিদ মানিক জানান, সব পক্ষই সাংবাদিকদের নানা ভাবে হু’ম’কি ধমকি দিয়ে আসছে। এমন অবস্থায় সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করা কঠিন হয়ে গেছে। এদিকে বুধবার বিকেলে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটে সে ঘটনায় বোরহান উদ্দিন খোকনও ছিলো বলে প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদ প্রচার হলে ক্ষুব্ধ হয়ে তিনি এনিয়ে হুমকি দেন বলে জানান আব্দুর রশিদ মানিক।
অন্যদিকে কোনো পক্ষের বিরুদ্ধে গেলেই সেই পক্ষ সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দিচ্ছে প্রতিনিয়ত।