শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে, আগুন পাশের পুলিশ সদর দপ্তরের সীমানাতেও পৌঁছে যাওয়ায় সাময়িক বন্ধ ৯৯৯ সেবা

সিসিএন অনলাইন ডেস্ক:

সাড়ে ছয় ঘন্টা পর বঙ্গবাজারের ভয়বাহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুপুর ১২টা ৩৬ মিনিট আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার ভোরে দেশের অন্যতম বড় এই মার্কেটে আগুন লাগার পর ৬টা ১০ মিনিটে খবর পায় দমকল কর্মীরা।

এরপর আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ শুরু করে পাশ্ববর্তী জেলাগুলো থেকেও দমকলে বেশ কয়েকটি ইউনিট বঙ্গবাজারে আনা হয়।

সেনা, নৌ, বিমান বাহিনী এবং বিজিবি ও ব্যাবের সদস্যরাও আগুন নিয়ন্ত্রনের কাজে যোগ দেয়। বিমানবাহিনীর হেলিকপ্টারে করে হাতিরঝিল থেকে পানি এসে ছিটানো হয়।

বঙ্গবাজারে প্রায় ৪ হাজার দোকানপাট রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায় নি।

তবে বঙ্গবাজারের ভয়াবহ আগুন পাশের পুলিশ সদর দপ্তরের সীমানাতেও পৌঁছে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর সেবা প্রদান।

পুলিশ সদরদপ্তর এক ক্ষুদে বার্তায় জানিয়েছে, ‘রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সেবা সাময়িকভাবে বন্ধ আছে। জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।’

বঙ্গবাজারের পেছনেই শুরু হয়েছে পুলিশ সদরদপ্তরের সীমানা। ওই সীমানার ভেতরে মূল কম্পাউন্ডের পশ্চিম পাশে একটি চারতলা ভবনের ওপরে চিলেকোঠা থেকে ধোঁয়া বের হতে দেখা যায় দুপুরের দিকে। এছাড়া ব্যারাক ভবনের তৃতীয় তলা থেকেও ধোঁয়া দেখা যায়। আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী পুলিশ সদর দপ্তরের দেয়াল ঘেঁষা মহানগর শপিং কমপ্লেক্সেও। 

তবে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আগে থেকেই পুলিশ সদরদপ্তরের ভেতরে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি রাখা হয়েছিল। ফলে বিপদ বড় হতে পারেনি।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!