সিসিএন অনলাইন ডেস্কঃ
ব্রাহমা গরু কেলেঙ্কারিতে প্রাণিসম্পদ অধিদফতরের পাঁচ কর্মকর্তা জড়িত থাকার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য আলোচিত সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি।
সোমবার (১৬ জুলাই) দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি করেন।
এতে অন্য আসামিদের মধ্যে রয়েছে, ইমরানের বন্ধু তৌহিদুল আলম জেনিথ ও কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক ডা. মো. মনিরুল ইসলামসহ প্রাণিসম্পদ অধিদফতরের পাঁচ কর্মকর্তা ও কর্মচারি। এদের বিরুদ্ধে নিষিদ্ধ ব্রাহমা গরু আমদানি ও বিক্রি এবং দায়িত্বে অবহেলার অভিযোগে আনা হয়েছে।
দুদক বলছে, সাদিক অ্যাগ্রো জালিয়াতির করে ১৮টি ব্রাহমা গরু যুক্তরাষ্ট্র থেকে দেশে আনলে কাস্টমস আটকে দেয়। পরবর্তীতে সেই গরু তিন বছর রাখা হয় প্রতিষ্ঠানপির কেন্দ্রীয় গো-প্রজনন খামারে। চলতি বছরের মার্চে সেই গরুগুলোর মাংস কেজি দরে বিক্রির কথা থাকলেও সম্প্রতি সাদিক অ্যাগ্রোর খামার থেকে ৬টি ব্রাহমা গরু জব্দ করা হয়।
সম্প্রতি এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের ছেলের সাদিক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনার ঘটনা সামনে এলে আলোচনায় আসে খামারটি। এছাড়া দুটি ব্রাহমা জাতের গরু আড়াই কোটি টাকায় বিক্রির খবর ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনার জন্ম দেয় সাদিক অ্যাগ্রো।