সাবরাং প্রতিনিধি:
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে পুনরায় ক্ষমতায় রাখতে শাহ পরীর দ্বীপ ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুলাই) বিকাল ৩টায় শাহ পরীর দ্বীপ হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয়ে হলরুমে এই কর্মী সভার অনুষ্ঠিত হয়। এতে সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সোনা আলী সভাপতিত্ব করেন।
ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল ফয়সাল সুমন সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নুরুল বশর।
প্রধান বক্তা হিসেবে ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ৷

বিশেষ অতিথি ছিলেন, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক এজাহার মিয়া, টেকনাফ সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি সাইফ উদ্দিন খালেদ৷ সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসাইন। টেকনাফ উপজেলা আওয়ামিলীগ নেতা এ্যাড. মাহমুদুল হক সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রাজিবুল হাসান ফারুক, শাহ পরীর দ্বীপ ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল খালেক মিস্ত্রি, সাধারণ সম্পাদক মোঃ আমিন, ৮নং ওয়ার্ডের সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক মোঃ সাদেক, ৯ নং ওয়ার্ডের সভাপতি মোঃ জুবায়ের, সাধারণ সম্পাদক আব্দুল গণি।
সভায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন, টেকনাফ উপজেলা মৎস্যজীবিলীগের সদস্য সচিব জাহেদ উল্লাহ জিকু। সাবরাং ৩নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মাখন। টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাসেদ, শাহ পরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি জসিম উদ্দিন জীবন।
কর্মী সভায় বক্তারা মান-অভিমান, দ্বিধা-দ্বন্ধ ভুলে আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী যাকে নৌকার নমিনেশন দিয়ে পাঠাবে তার পক্ষে কাজ করে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন