সিসিএন ডেস্ক :
কক্সবাজার জেলার শীর্ষ জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিসিএন। সিসিএনে আজ শনিবার (১৪সেপ্টেম্বর) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।
১. কক্সবাজারে সমুদ্র সৈকতে নারী হেনস্তাকারী যুবককের বিরুদ্ধে মামলা, কারাগারে প্রেরণ
কক্সবাজার সমুদ্র সৈকতে নারীদের হেনস্তা ও মারধরসহ হয়রানির অভিযোগে ডিবি হেফাজতে থাকা মো. ফারুকুল ইসলামকে ১নং এবং নয়ন রুদ্রকে ২ নং আসামি করে ৫/৬ জনকে অজ্ঞাত রেখে ভুক্তভোগী নারী আরোহী ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করা হয়।ভুক্তভোগী নারী আরোহী ইসলাম সকালে কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দিলে মামলা রেকর্ড করে দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয় ।পরে আদালত অভিযুক্তকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
২. কক্সবাজার ইনানী থেকে অজ্ঞাত আরও ২জনের মরদেহ উদ্ধার
কক্সবাজার ইনানী পাটোয়ারটেক থেকে অজ্ঞাত আরও দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৪সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ইনানী থেকে এই মরদেহ দুইটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় মেলেনি।
কক্সবাজার জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানী বলেন, ইনানীতে দুইজনের মরদেহ ভেসে এসেছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হচ্ছে। এর আগে সমিতি পাড়া থেকে আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়। দুই দিনে ৪জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
৩-কক্সবাজারে প্রকল্প বিলাস, জনগনের উপকারে আসছেনা – জ্বালানি উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন,কক্সবাজারে প্রকল্প বিলাস, জনগনের উপকারে আসছেনা।সব প্রকল্পের ব্যায় কমিয়ে আনা হবে।
আজ শনিবার (১৪সেপ্টেম্বর) বিকেলে সার্কিট হাউসে মহেশখালী মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
৪-নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে কক্সবাজার মানববন্ধন
নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় মহাপরিচালক মাকসুরা নুরসহ সকল নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে কক্সবাজার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ শনিবার (১৪সেপ্টেম্বর) সকালে কক্সবাজার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
৫-কক্সবাজারে বৃষ্টি কমলেও মানুষের দুর্ভোগ কমেনি!
কক্সবাজারে টানা দুই দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।বৃষ্টি কমলেও মানুষের দুর্ভোগ কমেনি।কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়া এখনো পানির নিচে রয়েছে। মানুষ বলছে তারা এখনো সরকারি কোন রকমের সহয়তা পাইনি।
৬-কক্সবাজার উপকুলের ১৩ ফিশিং ট্রলারসহ ৫ শতাধিক জেলে নিখোঁজ
বৈরী আবহাওয়ার কারণে উপকুলে ফিরতে পারেনি কক্সবাজারের ১৩ টি ফিশিং ট্রলার। এসব ট্রলারে ৫ শতাধিক মাঝি-মাল্লা রয়েছে। যাদের সঙ্গে গেল ৪৮ ঘন্টা ধরে যোগাযোগ বন্ধ রয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে কক্সবাজার ফিশিংবোট মালিক সমিতির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিখোঁজ ট্রলারগুলো হলো- এফবি হাসান, এফবি আবছার, এফবি সাবিত, এফবি মায়ের দোয়া, এফবি কায়সার, এফবি আব্দুল মালেক এক দুই, এফবি আঁখি, এফবি তাহসিন, এফবি বাবুল, এফবি নাছির, এফবি সেলিম, এফবি নজির ও এফবি জনি।
৭-রমজান আলীকে অপসারণের দা বি তে ঐক্যবদ্ধ প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-অভিভাবক
কক্সবাজার মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রমজান আলীর অনিয়ম, স্বেচ্ছাচারীতা,স্বজনপ্রীতি ঘটনার কারণে হারাতে বসেছে স্কুলের সুনাম ও ঐতিহ্য।
বিদ্যালয়ের ফান্ডের কোটি টাকা আত্মসাতের অভিযোগ আছে প্রধান শিক্ষক রমজান আলীর বিরুদ্ধে। এনিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভে ফুঁসছে বিদ্যালয়টির শিক্ষক-অভিভাবক ও বর্তমান প্রাক্তন শিক্ষার্থীরা।যে ক্ষোভের বহিঃপ্রকাশ হয় ২১ জুলাই।
এদিন বিদ্যালয়টির প্রধান শিক্ষক রমজান আলী বিরুদ্ধে নানান অভিযোগে তাকে অপসারণের জন্য আন্দোলন নামেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।