শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

সুদানে সংঘাত : আটকা পড়া বাংলাদেশিদের ফেরানোর প্রক্রিয়া শুরু

সিসিএন অনলাইন ডেস্ক:

সৌদি আরবের জেদ্দা হয়ে সুদানে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন বলেন, প্রথমে খার্তুম থেকে বাংলাদেশি নাগরিকদের পোর্ট সুদানে এবং সেখান থেকে জেদ্দায় নিয়ে যাওয়া হবে।

পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কয়েকটি ফ্লাইটে তাদের বাংলাদেশে আনা হবে।

খার্তুমে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে খার্তুম ও পার্শ্ববর্তী শহরগুলো থেকে বাংলাদেশি নাগরিকদের পোর্ট সুদানে নিয়ে যাওয়ার জন্য ৯টি বাসের ব্যবস্থা করেছে এবং জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের একটি দল তাদের সহায়তার জন্য সেখানে পৌঁছাবে।

সুদানে আটকা পড়া সব বাংলাদেশিকে আগামী ২ মে’র মধ্যে পোর্ট সুদানে নিয়ে যাওয়া হবে। আগামী ৩ বা ৪ মে জেদ্দায় পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশি নাগরিকদের।

সুদান থেকে আনা বাংলাদেশি নাগরিকদের জন্য জেদ্দার দুটি বাংলাদেশি স্কুল খাবার, পানীয়, ওষুধ ও অস্থায়ী আবাসনের ব্যবস্থা করছে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!