রবিবার, অক্টোবর ১, ২০২৩

সেন্টমার্টিনে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির লাশ, এই নিয়ে কক্সবাজারে তিন দিনে চার লাশ উদ্ধার

ওবাইদুর রহমান, টেকনাফ প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফে এবার সেন্ট মার্টিনের সমুদ্রের তীরে ভেসে এলো আরেক অজ্ঞাত ব্যক্তির লাশ। শুক্রবার (১৬ জুন) বেলা ১২টার দিকে সেন্ট মার্টিনের হলবুনিয়া এলাকার সৈকত থেকে এ লাশ উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

সেন্ট মার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, শুক্রবার বেলা ১২টার দিকে ৯ নম্বর ওয়ার্ড হলবুনিয়া এলাকায় সাগর তীরের বালুতে অজ্ঞাত ব্যক্তির লাশ ভেসে আসে। তা দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির একটি দল এসে লাশটি উদ্ধার করে।

সেন্টমার্টিন ইউনিয়নের বাসিন্দা মোঃ হারুন জানান, বেলা ১২টার দিকে অর্ধগলিত একটি মৃতদেহটি ভেসে আসে, তবে এখনো পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে সমুদ্রের কোনো দূর্ঘটনার কবলে পড়েছিলেন।

টেকনাফ মডেল থানার (ওসি) মো. আব্দুল হালিম বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশটি কীভাবে এলো তা জানার চেষ্টা চলছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

এ নিয়ে কক্সবাজারে তিন দিনে ভেসে এলো চারটি অর্ধগলিত মৃতদেহ। বৃহস্পতিবার ইনানীর পাটুয়ারটেক বিচ এলাকায় ও টেকনাফের শাহপরির দ্বীপে দুইটি, এর পূর্বে বুধবার টেকনাফের সাবরাং মুণ্ডার ডেইল নৌকার ঘাটসংলগ্ন সমুদ্রসৈকতে মরদেহ ভেসে আসে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর