শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫

সেন্টমার্টিনে পর্যটন নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্বিবেচনার আহ্বান জানাল কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স-ঢাকা

প্রেস বিজ্ঞপ্তি :
সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় পর্যটন নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। তবে ৯ মাসের সম্পূর্ণ নিষেধাজ্ঞা স্থানীয়দের জীবন-জীবিকার ওপর গভীর প্রভাব ফেলবে। দ্বীপের সাড়ে ১০ হাজার মানুষের অধিকাংশই পর্যটনের ওপর নির্ভরশীল, এবং মৌসুমি আয় থেকেই তাদের সারা বছরের জীবনযাত্রা চলে। দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার ফলে তাদের অর্থনৈতিক অনিশ্চয়তা তীব্রতর হবে।

কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স পরিবেশ সংরক্ষণের এই উদ্যোগকে সাধুবাদ জানায়, তবে নিষেধাজ্ঞার সময়সীমা ৯ মাসের পরিবর্তে ৮ মাসে আনার আহ্বান জানায়। ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটনের সুযোগ দেওয়া হলে স্থানীয় অর্থনীতি কিছুটা স্থিতিশীল থাকবে, এবং সেন্টমার্টিনের বাসিন্দারা আর্থিকভাবে বড় সংকটে পড়বে না।

পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় অর্থনীতির মধ্যে ভারসাম্য আনতে দায়িত্বশীল পর্যটন নীতির বাস্তবায়ন প্রয়োজন। এর মধ্যে নিয়ন্ত্রিত পর্যটন প্রবাহ, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলা, ও স্থানীয় জনগণের বিকল্প জীবিকা নিশ্চিত করা জরুরি।

আমরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাই, যাতে পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে একটি টেকসই ও বাস্তবসম্মত নীতি গ্রহণ করা হয়, যেখানে পরিবেশ ও মানুষের জীবন-জীবিকা উভয়ই সমানভাবে বিবেচিত হয়।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!