সাইদুল ফরহাদ:
কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন দ্বীপে জোয়ারে ভেসে আসা অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১১আগস্ট) সকাল ৭টার দিকে সেন্টমার্টিন জেটিঘাট হতে আনুমানিক ৪ কি.মি. দক্ষিণে হুলবুনিয়া নামক স্থানে সমুদ্র সৈকতের অর্ধগলিত ২ মরদেহ উদ্ধার করা হয়।
একজনের বয়স আনুমানিক ৩৫ বছর আরেকজনের বয়স ২৮ বলে ধারণা করছে পুলিশ এবং পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ জুবায়ের।
তিনি স্থানীয়দের বরাতে বলেন, শুক্রবার সকালে জোয়ারের সময় অর্ধগলিত দুইটি মরদেহ ভেসে আসে। তবে এখনও পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, সমুদ্রের কোনো দুর্ঘটনার কবলে পড়েছিলেন।
তিনি আরও বলেন, মরদেহটির ফিঙ্গারপ্রিন্ট ও ডিএনএ সংরক্ষণ করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।