শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

সেন্ট মার্টিনে অবৈধ রিসোর্টের বিরুদ্ধে অভিযান

সিসিএন ডেস্ক:

কক্সবাজারের সেন্ট মার্টিন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা পর্যটন রিসোর্টের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এই মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে আটটি রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ২৫ ও ২৬ জানুয়ারি এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযানকালে সেন্ট মার্টিন এলাকার কেয়াগাছসংলগ্ন রিসোর্টের মালিকদের জীববৈচিত্র্য রক্ষার ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়। কেয়াবনের যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে তাঁদের সতর্ক করা হয়।

এ ছাড়া কচ্ছপের প্রজনন এলাকা নিরাপদ রাখার জন‍্য উপকূলে রাতের বেলায় সব ধরনের বাতি বন্ধ রাখতে বলেছে পরিবেশ অধিদপ্তর।

অভিযানে সহযোগিতা করে স্থানীয় উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষায় ছিল ট্যুরিস্ট পুলিশ।

সূত্র: প্রথম আলো

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!