শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

সৌদি আরবে ওমরাহ যাত্রীদের বাস দুর্ঘটনায় নিহত ২০

সিসিএন অনলাইন ডেস্ক:

সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এক বাস দুর্ঘটনায় ২০ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন।

সোমবার স্থানীয় সময় বিকাল প্রায় ৪টার দিকে আসির প্রদেশের আকাবাত শার সড়কে দুর্ঘটনাটি ঘটে।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন আল আখবারিয়া জানিয়েছে, মক্কায় ওমরাহ যাত্রীদের নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত একটি বাস একটি সেতুর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেলে সেটিতে আগুন ধরে যায়।

বাসটি খামিস মুশাইত শহর থেকে রওনা হয়েছিল বলে জানিয়েছে তারা।

প্রকাশিত প্রতিবেদনগুলোতে বাসটির ব্রেকে সমস্যা হয়েছিল বলে জানানো হয়েছে। নিয়ন্ত্রণ হারা বাসটি সেতুর শেষ প্রান্তে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়, এতে বাসটি উল্টে যায় ও তাতে আগুন ধরে যায়।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, আকাবাত শার ১৪ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক, এটি ৪০ বছরেরও বেশি আগে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল। পর্বত কেটে বানানো এই সড়কটিতে ১১টি টানেল ও ৩২টি সেতু আছে।

আল আখবারিয়ার প্রতিবেদনে নিহতদের ‘বিভিন্ন দেশের নাগরিক’ বলা হয়েছে, কিন্তু তারা কোন কোন দেশের নাগরিক তা নির্দিষ্ট করে জানায়নি।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!