মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪

স্বতন্ত্র মেয়র প্রার্থী রাশেদের প্রার্থীতা বাতিলের জন্য আবেদন করলেন নৌকার মেয়র প্রার্থী মাহাবু’র ভাই বাবু

সিসিএন ডেস্ক:

কক্সবাজার পৌরসভা নির্বাচন ১২ জুন। ঠিক নির্বাচন শুরু ১০ ঘন্টা আগে রির্টানিং অফিসার বরাবর স্বতন্ত্র প্রার্থী মাসেদুল হক রাশেদের সম্পদ বিবরণীসহ নানা তথ্য গোপন এবং মিথ্যা তথ্য দেয়ার কারনে মনোনয়ন পত্র তথা প্রার্থীতা বাতিল করতে আবেদন করেছেন নৌকার মেয়র প্রার্থী মাহাবুবুর চৌধুরীর ভাই মাশেকুর রহমান বাবু।

আবেদনে বলা হয়েছে, নির্বাচনী হলফ নামায় মাসেদুল হক রাশেদ এসএসসি পাশ না করা সত্বেও এসএসসি পাশ উল্লেখ করেছেন। পাশাপাশি সম্পদ বিবরণীতে ৫০ লাখ টাকার সম্পদ আছে উল্লেখ করলেও প্রকৃত পক্ষে রাশেদের ব্যাংক তহবিলে মজুদ অর্থ, স্বর্ণালংকারসহ ৩০ কোটি টাকা মূল্যের সম্পদ যেমন, ভূসম্পদ পেট্রোল পাম্প, বরফ মিল, যান্ত্রিক বোর্ড, বিলাশ বহুল গাড়ি ইত্যাদি মিলে প্রায় ১০০ কোটি টাকার সম্পদ রয়েছে।

আবদেনকারী বাবু জানান, তাঁর কাছে থাকা প্রমাণাদী তদন্ত এবং শুনানিকালে উপস্থাপন করবেন বলে আবেদনে উল্লেখ করেছেন।

এছাড়াও একই সাথে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল করিম মাদু আচরনবিধি লংঘনের অভিযোগ এনে মেয়র প্রার্থী মাশেদুল হক রাশেদের প্রার্থীতা বাতিলের জন্যও আবেদন করেন।

কক্সবাজার পৌরসভা নির্বাচন ২০২৩ এর রির্টানিং কর্মকতা দুই জনের আবেদন গ্রহন করেন।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!